ডাক্তারী গেরো - Reef Knot




 ডাক্তারী গেরো (Reef Knot)   


ব্যবহার :  দুটি একই মাপের মোটা রশির  প্রান্ত জোড়া দেয়ার জন্য।

উপকরণ :  সমান মোটা দুটি রশির চলমান প্রান্ত ।
তৈরি কৌশল :  উভয় হাতে রানিং পার্ট এমন ভাবে ধরতে হবে যাতে সামনে সামনে বাড়তি থাকে  বাম হাতের প্রান্ত ডান হাতের উপর রেখে ডান হাত দিয়ে প্রান্তকে নিচের রশিতে ডানদিকে একটি প্যাচ দিয়ে উঠিয়ে বাম হাতের প্রান্তের উপর ডান প্রান্ত দিয়ে পূর্বের মত  প্যাচ দিয়ে ডাক্তারী গেরো দেয়া হয়। ইংরেজীতে  তৈরীর কৌশল ভাল ভাবে মনে রাখা যায়। (Left to the Right & Right to the Left)
Powered by Blogger.