বড়শী গেরো - Clove Hitch
বড়শী গেরো ( Clove Hitch )
উপকরণ : একটি লাঠি বা দন্ড এবং একটি রশি।
তৈরীর তৈরি কৌশল : ডান হাতে চলমান প্রান্ত ধরে ঘড়ির কাটার উল্টা দিকে দন্ডে পেচ দিয়ে স্থির অংশের নিচে দিয়ে এনে আবার উপর দিয়ে পেচিয়ে রানিং পার্টের মাথা সামনে এনে স্থির অংশের উপর দিয়ে ঐ রানিং পার্টের লুপের ভিতর পরিয়ে দিতে হবে।