উপদল পদ্ধতি
প্রশ্ন : উপদল পদ্ধতি কাকে বলে?
উত্তর : স্কাউটিংয়ে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে একটি ইউনিট কে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে প্রােগ্রাম সহ ইউনিটের যাবতীয় কাজ সম্পন্ন করার পদ্ধতিকে উপদল পদ্ধতি বলে।
প্রশ্ন : প্যাট্রোল বা উপদল কাকে বলে?
উত্তর : ৮ জন সদস্যের ছােট একটি স্কাউট দলকে প্যাট্রোল বা উপদল বলে।
প্রশ্ন : উপদল নেতা বা প্যাট্রোল লিডার কাকে বলে?
উত্তর : উপদলের নেতাকে উপদল নেতা বা প্যাট্রোল লিডার বলে।
প্রশ্ন : সিনিয়র প্যাট্রোল লিডার কাকে বলে?
উত্তর : ৪ জন উপদল নেতার মধ্যে যে স্কাউট উপদল নেতা সিনিয়র, অভিজ্ঞ এবং দক্ষ উপদল নেতা, তাকে সিনিয়র প্যাট্রোল লিডার বলে।
প্রশ্ন : প্যাট্রোল লিডার চিহ্ন বা পরিচিত ব্যাজ কী?
উত্তর : ১ সে.মি. মাপের চওড়া সাদা রিবন বা ফিতা প্যাট্রোল লিডার পরিচিতি ব্যাজ। যা বাম বুক পকেটের সদস্য ব্যাজের ২ দিকে পরতে হয়।
প্রশ্ন : সিনিয়র প্যাট্রোল লিডার, প্যাট্রোল লিডার ও সহকারী সিনিয়র প্যাট্রোল লিডার চেনার উপায় কী?
উত্তর : স্কাউট পােশাকের বাম বুক পকেটে – সিনিয়র প্যাট্রোল লিডার এর তিনটি সাদা ফিতা, প্যাট্রোল লিডার এর দুইটি সাদা ফিতা এবং সহকারী প্যাট্রোল লিডার এর একটি সাদা ফিতা পরিধান দেখে চেনা যাবে।
প্রশ্ন : উপদলে সদস্যদের দায়িত্ব কী?
উত্তর : উপদলের সদস্যদের দায়িত্ব যথাক্রমে :
১ নং সদস্য উপদল নেতা,
২ নং সদস্য সহকারী উপদল নেতা,
৩ নং সদস্য প্রশিক্ষণ উপকরণ সংরক্ষণকারী,
৪ নং সদস্য কোষাধ্যক্ষ,
৫ নং সদস্য ডেন রক্ষাকারী,
৬ নং সদস্য খেলার উপকরণ রক্ষক,
৭ নং সদস্য প্রাথমিক প্রতিবিধানকারী,
৮ নং সদস্য কোয়ার্টার মাষ্টার।
প্রশ্ন : উপদল নেতা পরিষদ কাকে বলে?
উত্তর : স্কাউট দলের সবকয়টি উপদলের উপদল নেতাদের নিয়ে গঠিত পরিষদকে উপদল নেতা পরিষদ বলে।
প্রশ্ন : উপদল নেতা পরিষদে কে কী পদে থাকবে?
উত্তর : উপদল নেতা পরিষদে সিনিয়র উপদল নেতা সভাপতি, পরবর্তী সিনিয়র উপদল নেতা সম্পাদক, বাকি দুইজন উপদল নেতা সদস্য।
প্রশ্ন : উপদল পরিষদ কাকে বলে?
উত্তর : উপদলের সদস্যদের নিয়ে গঠিত পরিষদকে উপদল পরিষদ বলে।
প্রশ্ন : উপদল পরিষদের সভাপতি ও সম্পাদক কে হবে?
উত্তর : উপদল নেতা হবে উপদল পরিষদের সভাপতি এবং সহকারী উপদল নেতা হবে সম্পাদক।