মাচিং সং | Scout Song

 চলে মচ্ মচ্

চলে মচ্ মচ্, চলে মচ্-মচ্, বাম ডান মচ্ মচ্
সবচেয়ে ভাল পা-গড়ী (২)
ট্রামে বাসে চড়িনা বড় ঝকমারী
ট্রেনে তে চড়িনা হয় পাড়াপাড়ি।
চলে মচ্ মচ্ পা-গাড়ী।
প্লেনেতে চড়িনা জলে যায় ভারি
চলে মচ্ মচ্..........................পা গাড়ি
ট্যাক্সীতে চড়িনা লাগে টাকা বেশী
ঘোড়াতে চড়িনা ভয় হয় বেশী।
চলে মচ্ মচ্..........................পা গাড়ি ।
ট্যাম্পোতে চড়িনা হয় ঠেসাঠেসী
হোল্ডাতে চড়িনা হয় পিসা পিসি।
চলে মচ্ মচ্..........................পা গাড়ি
সাইকেলে চড়িনা, উল্টে যায় পড়ি
নৌকাত চড়িনা, ডুবে যায় তরী।
চলে মচ্ মচ্..........................পা গাড়ি


হাতীতে চড়িনা আছড়ে যদি মারে
ধুক ধুক করে প্রাণ, কেবল কারে।
চলে মচ্ মচ্..........................পা গাড়ি (২)


Powered by Blogger.