ক্যাম্প ফায়ারের গান - Camp Fire song

 ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার

আজ আমাদের ক্যাম্প ফায়ার
ক্যাম্প ফায়ার...........................।

দাউ দাউ করে দেখ দাবানল জ্বলছে
মৌ মৌ মৌ লোভে কাব স্কাউট ছুটছে
স্কাউটের আলোতে দূর  হবে অন্ধকার।
ক্যাম্প ফায়ার...........................।

আগুনের শিখা দেখ উর্ধ্ব আকাশে
শিশু মনের আশা জাগে তারই পরশে
নির্ভয়ে এসো ভাই মিলি এক জায়গায়
পেম-প্রীতি ভালোবাসা মিলনের গান গাই।

দাওমুছে হৃদয়ের হিংসা অহংকার
ক্যাম্প ফায়ার........................।




Powered by Blogger.