বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার | স্কাউট প্রার্থনা সংগীত

 


কথাঃ গোলাম মোস্তফা

বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার...
হে পরওয়ারদেগার
সেজদা লওহে হাজারবার আমার...
হে পরওয়ারদেগার। (২)

চাঁদ সুরুজ আর গ্রহ তারা,
জ্বীন ইনসান আর ফেরেস্তারা
দিন রজনী গাহিছে তাঁরা,
মহিমা তোমার...
হে পরওয়ারদেগার। (ঐ)

তোমার নূরের রওশনি পরশে,
উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙিন হয়ে ওঠে বিকশি,
ফুল সে বাগিচার...
হে পরওয়ারদেগার। (ঐ)

বিশ্ব ভুবনে যা কিছু আছে,
তোমারি কাছে করুনা যাঁচে
তোমারি মাঝে মরে ও বাঁচে
জীবনও সবার...
হে পরওয়ারদেগার।

বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার...
হে পরওয়ারদেগার
সেজদা লওহে হাজারবার আমার...
হে পরওয়ারদেগার। (২)

Powered by Blogger.