কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর বৃক্ষ রোপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নেভী ফরওয়ার্ড বেস, কক্সবাজার এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর জেলা সচিব লেঃ হাসেম।জেলা নৌ স্কাউট লিডার মো ইলিয়াস, উডব্যাজার সহ কক্সবাজার জেলা নৌ স্কাউটস এ সংশ্লিষ্ট নৌ-স্কাউট/নৌ-রোভার/ লিডারগন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন শেষে জেলা সচিব মহোদয় সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং স্বাস্থ্য বিধি মনে চলতে অনুরোধ করেন।
জেলা নৌ স্কাউট লিডার মো ইলিয়াস, উডব্যাজার কক্সবাজার জেলা নৌ স্কাউটস এ সংশ্লিষ্ট সকলকে (নৌ-স্কাউট/নৌ-রোভার/ লিডারগণ) বাংলাদেশ স্কাউটস এবং নৌ অঞ্চলিক স্কাউটস কতৃক প্রদত্ত দিকনির্দেশনা অনুযায়ী (ফলজ,বনজ ও ঔষধি) বৃক্ষরোপন অব্যাহত রাখতে অনুরোধ করেন।