অনন্ত অসীম প্রেমময় তুমি,বিচার দিনের স্বামী

 


অনন্ত অসীম
প্রেমময় তুমি,বিচার দিনের স্বামী,

যতগুনগান হে চীর মহান, তোমারই অন্তরযমী।
দ্যুলোকে ভূলোকে সবারে ছাড়িয়া,তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাঁচি হে শকতি,তোমারই করুনাকামী
অনন্ত অসীম.....................।
সরল সঠিক পূণ্য পন্থা,মোদেরে দাওগো বলি,
চালাও সে পথে যে পথে তোমার,প্রিয়জন গেছে চলি,
যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ,
হে মহাচালক,মোদের কখনো করোনা সে পথগামী।।
Powered by Blogger.